ক্যাটাগরি

তেজগাঁওয়ে সাবেক স্ত্রী ও শ্যালিকা খুন, রিকশাচালক আটক

শনিবার দুপুরে পূর্ব নাখালপাড়া সমিতি বাজারসংলগ্ন একটি টিনশেড ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

ঢাকার তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়া সমিতি বাজার সংলগ্ন এক বাড়িতে শনিবার আলামত সংগ্রহে সিআইডি পুলিশ। বাড়িটিতে এক রিকশাচালক তার সাবেক স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে বলে অভিযোগ এসেছে। ছবি: আসিফ মাহমুদ অভি

এঘটনায় রনি মিয়া নামে এক রিকশাচালককে আটক করা হয়েছে বলে শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কিশোর শীল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় লোকজন রনিকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।

ঢাকার তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়া সমিতি বাজার সংলগ্ন এক বাড়িতে শনিবার সিআইডি পুলিশ আলামত সংগ্রহের সময় জমে মানুষের ভিড়। বাড়িটিতে এক রিকশাচালক তার সাবেক স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে বলে অভিযোগ এসেছে। ছবি: আসিফ মাহমুদ অভি

“লাশ দেখে ধারণা করা হচ্ছে ইয়াসমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং সিমুকে গলাটিপে হত্যা করেছে রনি।“

এই পুলিশ কর্মকর্তা বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে বলে ধারণা করা হচ্ছে। প্রায় চার মাস আগে ইয়াসমিনকে তালাক দেয় রনি।