ইতালিয়ান চ্যাম্পিয়নরা শুক্রবার এক বিবৃতিতে জানায়, ডি লিখটকে ইতিমধ্যে আইসোলেশনে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার দলটির ডিফেন্ডার আলেক্স সান্দ্রো ও পরদিন ফরোয়ার্ড হুয়ান কুয়াদরাদোর আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল তারা।
১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ স্থানে আছে ইউভেন্তুস। আগামী রোববার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ঘরের মাঠে সাস্সুয়োলোর মুখোমুখি হবে শিরোপাধারীরা।