ক্যাটাগরি

কামরাঙ্গীচরে শিশু হত্যার ঘটনায় ৬ শিশু গ্রেপ্তার

শনিবার সন্ধ্যা পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

সিফাত নামে একটি শিশুর ছুরিকাঘাতে নিহত হওয়ার পর পুলিশ এই অভিযান চালায়।

ওসি মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরিশাল্ল্যা গলিতে আরেক কিশোরের সঙ্গে সিফাতের ধাক্কা লাগলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই কিশোর তার বন্ধুর কাছ থেকে চাকু নিয়ে সিফাতের ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করে।

“দীর্ঘ সময় ধরে রক্তক্ষরণের কারণে সিফাতের মৃত্যু হয় বলে ডাক্তার জানিয়েছেন।“

সিফাত জুতার কারখানায় কাজ করতো জানিয়ে ওসি মোস্তাফিজুর বলেন, গ্রেপ্তার সবাই বস্তিবাসী। তাদের বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।