উপজেলার মদনপুরের হরিপুর এলাকায় স্টার পার্টিকেল
বোর্ড নামে এই কারখানায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে বলে জানান নারায়ণগঞ্জ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার
সার্ভিসের ১১টি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কারখানার
সাইলো থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা
নিজস্ব যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
“আগুনে পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ পাট কাঠি
ও যন্ত্রসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।”
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
কারখানার প্রধান অপারেশন কর্মকর্তা তোফাজ্জল
হোসেন বলেন, “আগুনে পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ পাটকাঠি ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে
ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।”