ক্যাটাগরি

নির্বাচনী প্রতিশ্রুতি: আ.লীগের ‘কর্মজীবনের কর্মশালা’ শুরু

এই প্রতিশ্রুতি পূরণের প্রথম
ধাপ হিসেবে পেশা বিষয়ে পরামর্শ কর্মশালার কার্যক্রম শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু
হয়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড
ইনফরমেশনের (সিআরআই) সহায়তা নিয়ে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি
এই আয়োজন করেছে।

উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,
“দক্ষিণ
এশিয়ায় এই প্রথম কোনো রাজনৈতিক দল দেশের তরুণদের পাশে এভাবে দাঁড়িয়েছে, যার উদ্যোগ
গ্রহণ করেছে।

“শুধু তরুণদের দক্ষ করে
গড়ে তোলাই নয়, এর পাশাপাশি ভবিষ্যতে কোন পেশাগুলো
সম্ভাবনাময় সে বিষয়ে অগ্রীম ধারণা থাকলে তরুণরা সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে এগিয়ে
নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।”

‘ক্যারিয়ার কাউন্সিলিং’-এর
মূল লক্ষ্য বিনামূল্যে সেসব প্রশিক্ষণ দেওয়া যার জন্য সাধারণত অর্থ খরচ করতে হয়। এ
ছাড়াও এখানে কর্মজীবন গুছিয়ে নিতে পেশাদার দিক-নির্দেশনা, স্বপ্নের
পথে কীভাবে এগিয়ে যাবে সেই পথপ্রদর্শন এবং অভিভাবকদের এই কার্যক্রমের সঙ্গে
সংযুক্তির মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করা হবে।

‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের
সমৃদ্ধি’- আওয়ামী
লীগের নির্বাচনী ইশতেহারের এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে ‘ক্যারিয়ার
কাউন্সিলিং’ কার্যক্রম। ৪০ হাজার
তরুণকে এই কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করে ক্যারিয়ার গঠনে এগিয়ে নিয়ে যাওয়ার
পরিকল্পনা নেয়া হয়েছে এই কার্যক্রমের মাধ্যমে।

আওয়ামী লীগের শিক্ষা ও
মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর আব্দুল খালেক বলেন, “আওয়ামী লীগকে প্রতিবার ক্ষমতায় আসার পর দেশ গঠনে কঠোর পরিশ্রম করে যেতে হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দেশ
অনেকদূর এগিয়ে যায়। কিন্তু তারপর স্বাধীনতার বিরোধী শক্তি ক্ষমতার আসার পর দেশকে
তারা পিছিয়ে নিয়ে গেছে। সেখান থেকে ২০০৮ সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশ গঠনে
কাজ করে যাচ্ছে।”

আওয়ামী লীগের শিক্ষা ও
মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সম্পাদক শামসুন্নাহার চাপা, সিআরআই-এর সমন্বয়ক তন্ময়
আহমেদ, গুরুকুল অনলাইন নেটওয়ার্কের সিইও সুফি ফারুক ইবনে আবুবকর কর্মশালায়
বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, মোট
চার ধাপে পরিচালনা করা হবে এই ক্যারিয়ার কাউন্সিলিং কার্যক্রম। এর কারিকুলামের
সঙ্গে যুক্ত রয়েছেন পেশা ও বিষয় ভিত্তিক অরাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের দিয়ে এক বা
একাধিক টিউটোরিয়াল ও ভিডিও প্রস্তুত করা হবে।

এ ছাড়াও সিভি লেখা থেকে
শুরু করে চাকরির আবেদন বা কোন উদ্যোগের জন্য প্রয়োজনীয় আবেদন ফরম পূরণ সম্পর্কে
খুঁটিনাটি বিষয়ে আলোকপাত করা হবে। সেই সঙ্গে প্রতিটি গ্রুপের চাহিদা অনুসারে ব্যাচ
ভিত্তিতে নিজ নিজ ফিল্ডের পথ প্রদর্শকদের সঙ্গে থাকবে আলোচনা ব্যবস্থা।

অনলাইনে রেজিস্ট্রেশন
আগ্রহীরা career.albd.org এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে পারবেন। ৯
জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।