শহরের পৈরতলা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ইউনুছ মিয়া নামে এক ব্যক্তির অভিযোগ।
ইউনুছ জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, “বাড়ি থেকে অটোরিকশায় করে পৈরতলা বাসস্ট্যান্ড নেমে হেঁটে ভগ্নিপতির বাড়ি যাচ্ছিলাম। শহরের মধ্যপাড়া এলাকায় ভগ্নিপতির বাড়ি। পৈরতলা সেঁতুর কাছে গেলে দুই ব্যক্তি একটি অটোরিকশা নিয়ে এসে আমার পথরোধ করে।
“তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার দেহ তল্লাশি করে। তারা আমাকে মাদক ব্যবসায়ী বলে সড়কের পাশে নিয়ে দাঁড় যায়। পরে আমার প্যান্টের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।”
তবে তিনি থানায় লিখিত অভিযোগ দেননি।
সদর থানার ওসি আবদুর রহিম বলেন, “একজন ফোন করে আমাকে টাকা ছিনতাই হওয়ার কথা জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”