শনিবার বেলা ১২টার দিকে অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কের বেতার ঘাট সরদার জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের আকছিয়ার মোল্লার ছেলে রানা (২৪) এবং হালিম মোল্লার ছেলে নাসিম (২২)।
যশোরের অভয়নগর হাইওয়ে থানার শাহাবুদ্দিন চৌধুরী জানান, শনিবার বেলা ১২টার দিকে যশোর থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।
“মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকটি দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।