ক্যাটাগরি

৬২ আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত ইন্দোনেশীয় উড়োজাহাজ

স্থানীয়
সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটায় জাকার্তা থেকে যাত্রী নিয়ে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকের উদ্দেশে রওনা হয় বোয়িং
৭৩৭-৫০০ উড়োজাহাজটি।

প্রবল বৃষ্টির
কারণে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর রওনা হয়েছিল উড়োজাহাজটি। কিন্তু উড্ডয়নের
পরপরই ফ্লাইট এসজে ১৮২ এর সঙ্গে
কন্ট্রোল টাওয়ারের
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ার
পরিবহন মন্ত্রী বুদি কারিয়া এক সংবাদ সম্মেলনে জানান, বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার
দূরে লাকি দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয় শ্রীবিজয়ার উড়োজাহাজটি।

ওই ডমেস্টিক
ফ্লাইটে ১২জন ক্রুসহ মোট ৬২ জন
আরোহী ছিলেন, তাদের ভাগ্য এখনও জানা যায়নি।
তাদের সবাই ইন্দোনেশীয় নাগরিক বলে দেশটির ট্রান্সপোর্ট সেইফটি কমিটি জানিয়েছে।

শ্রীবিজয়া এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের খোঁজে চলছে তল্লাশি। ছবি: রয়টার্স

শ্রীবিজয়া এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের খোঁজে চলছে তল্লাশি। ছবি: রয়টার্স

 

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর ফ্লাইট এসজে ১৮২ আকাশে ১০ হাজার
ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। মিনিটখানেক পর হঠাৎ করেই সেটি রেডার থেকে হারিয়ে যায়।

 

স্থানীয় একজন সরকারি কর্মকর্তা কম্পাস টিভি কে বলেন, জেলেরা জাকার্তার উত্তরে পানিতে ভাসমান কিছু জিনিস খুঁজে পেয়েছেন। সম্ভবত সেগুলো উড়োজাহাজের ধ্বংসাবশেষ। সেখানে তল্লাশি শুরু হয়েছে।

 

বিধ্বস্ত উড়োজাহাজটি ২৭ বছরের পুরনো একটি বোয়িং ৭৩৭-৫০০।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার এয়ারলাইন লায়ন এয়ারের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ১৮৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এবং সবাই মারা যান।