ক্যাটাগরি

করোনাভাইরাস: পিছিয়ে গেল আয়ারল্যান্ড-আমিরাতের দ্বিতীয় ওয়ানডে

আমিরাত ক্রিকেট বোর্ড শনিবার জানায়, আলিশান শরাফুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে চিরাগ সুরি ও আরিয়ান লাকরার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসে।

রোববারের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী শনিবার। পরিবর্তিত সূচিতে এই ম্যাচ এখন হয়ে গেল চতুর্থ ও শেষ ওয়ানডে। এর আগে আগামী মঙ্গলবার দ্বিতীয় ও বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে হবে।

আমিরাত বোর্ড জানিয়েছে, নতুন করে আমিরাতের সব ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। নিরাপত্তার কথা চিন্তা করে দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তে ম্যাচ সরিয়ে শনিবার নেওয়া হয়েছে।

গত শনিবার খেলোয়াড় ও স্টাফদের সপ্তম পরীক্ষায় পজিটিভ ফল আসে শরাফুর। এখন তিনি আইসোলেশনে আছেন। আইরিশ সব ক্রিকেটারের পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।

জোড়া সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক আমিরাত।