পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর প্রার্থী আবদুল রশিদ সরদারের বাড়িতে রোববার বেলা ১২টার দিকে আগুন দেওয়া হয়
বলে পালং থানার ওসি আসলাম উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, “রশিদ
সরদারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে কে বা কারা আগুন দিয়েছে। এতে ঘরের একটি আড়ার
কিছু অংশ পুড়ে গেছে। স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলায় বেশি ক্ষতি হয়নি।”
পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন
করেছে বলে তিনি জানান।
কাউন্সিলর প্রার্থী
রশিদ অভিযোগ করেছেন, অপর প্রার্থী ফরিদ শেখের লোকজন অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার
করেছেন ফরিদ শেখ।
তিনি বলেন, “এ ঘটনা
সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দিনে কেউ কারও ঘরে আগুন দেয় না। ওরা নিজেরাই আগুন দিয়ে
আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।”
কেউ থানায় অভিযোগ
দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আসলাম উদ্দিন।