ক্যাটাগরি

নওগাঁয় গৃহবধূকে ‘ধর্ষণের চেষ্টা’, যুবক গ্রেপ্তার

ধামইরহাট থানার ওসি আবদুল
মমিন জানান, এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকালে
আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক বাদল হোসেন (৩৮) জগদল
ঘোনাপাড়ার বেলাল হোসেনের ছেলে।

মামলার বরাত দিয়ে ওসি আবদুল
মমিন বলেন, জগদল ঘোনাপাড়া গ্রামের ওই গৃহবধূকে (৩২) বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে
আসছিলেন প্রতিবেশী বাদল হোসেন। এই বিষয়ে গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ করলে বাদল
আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

“শনিবার সন্ধ্যায় গ্রামের
দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে বাদল চুপিসারে ঘরে ঢুকে অবস্থান নেন। পরে গৃহবধূ
ফিরে এলে বাদল তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন।”

ওসি বলেন, এই সময় ওই নারী
তার স্বামীকে ফোন করলে তিনি ও প্রতিবেশীরা এসে বাদকে আটক করেন বলে মামলায় অভিযোগ করা
হয়।