ক্যাটাগরি

বিপিএমসিএতে নতুন নেতৃত্ব

সংগঠনটির সভাপতি হিসেবে এম এ মুবিন
খান এবং সাধারণ সম্পাদক হিসেবে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানকে বেছে নিয়েছেন সমিতির
সদস্যরা।

শনিবার রাজধানীর একটি হোটেলে
সাধারণ সভায় দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় বলে বিপিএমসিএর
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দ্বিতীয় দফায় নির্বাচিত এম এ মুবিন
খান ইন্টান্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং আনোয়ার
হোসেন খান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান।

কমিটির নির্বাচিত চার সহ-সভাপতি
হচ্ছেন-
ইস্টার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ড. শাহ মো. সেলিম, গ্রিন লাইফ মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো.
মাঈনুল আহসান, পপুলার মেডিক্যাল কলেজের
ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের
চেয়ারম্যান ডা. মো. আফজাল মিয়া।

নতুন এই কমিটির তিন যুগ্ম সচিব
হচ্ছেন- ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান
প্রীতি চক্রবর্ত্তী, রংপুর কমিউনিটি
মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান এবং গাজী মেডিক্যাল কলেজের
চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান।

কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
হয়েছেন- গাজীপুর সিটি মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রিফায়েত উল্লাহ শরীফ এবং
বিভাগীয় সাংগঠনিক হয়েছেন সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা.
এমএ মুকিদ, রংপুর প্রাইম মেডিক্যাল কলেজের
চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আক্কাস আলী সরকার এবং চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল
কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন।

তায়েরুননেছা মেমোরিয়াল মেডিক্যাল
কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক কমিটির অর্থ সম্পাদক নির্বাচিত
হয়েছেন। শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদকের
দায়িত্ব পেয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান
উলফাত জাহান ‍মুন আর আইন বিষয়ক সম্পাদক হয়েছেন আদ-দ্বীন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ
ডা. আরিফুর রহমান।

নির্বাহী কমিটির নির্বাচিত দুই
সদস্য হচ্ছেন- ইস্ট-ওয়েস্ট
মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন ও মানিকগঞ্জ মুন্নু
মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আফরোজা খান রীতা।