সদর
থানার ওসি জয়নাল আবেদীন জানান, শনিবার দুপুরে কিশোরীর ভাই মামলা করলে তাকে তারা গ্রেপ্তার
করেন।
গ্রেপ্তারকৃত
টিটো মোল্লার (৩০) বাবার নাম কামরুজ্জামান মোল্লা বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে
পারেনি।
ওসি
জয়নাল বলেন, শুক্রবার বিকালে বাড়ির পাশে বাগানে পাতা কুড়াতে যায় বুদ্ধিপ্রতিবন্ধী এই
কিশোরী। এ সময় প্রতিবেশী টিটো তাকে ধর্ষণ করেন। কিশোরীর দাদি তা দেখে ফেলেন। পরে ৯৯৯
নম্বরে ফোন করেন কিশোরীর ভাই।
পুলিশ
ওই কিশোরী ও তার পরিবারের সদস্যদের থানায় আনার পাশাপাশি টিটোকে গ্রেপ্তার করে বলে ওসি
জানান।
তিনি
বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে টিটোকে আসামি করে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা
করেন কিশোরীর ভাই। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আর আসামিকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।