রোববার ঢাকা মহানগর ৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাকছুদা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
অস্ত্র উদ্ধারের ঘটনায় ১০ বছর এবং গুলি উদ্ধারের ঘটনায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে তার ১০ বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক।
রায় ঘোষণার পর সাজার পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় বলে ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম জানান।
রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৬ জুন বিমানবন্দর এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মাসখানেক পর মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মামলার বিচার চলাকালে আদালত অভিযোগপত্রভুক্ত ১০ সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য নেন।
সোহেল রানার বিরুদ্ধে বিস্ফোরক এবং সন্ত্রাস বিরোধ আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে বলে আইনজীবীরা জানান।