রোববার ভোররাত ৩টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের
চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড
পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
নিহত নুর হাকিম (২৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা
ক্যাম্পের হোসেন আলীর ছেলে।
এসপি তারিকুল বলেন, ভোররাতে টেকনাফের চাকমারকূল ক্যাম্পে
আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে একজন নিহত
এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
“এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে
যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
“আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে
ভর্তি করা হয়েছে। “
রোহিঙ্গা ক্যাম্পের এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এপিবিএন
এর বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তারিকুল।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।