ক্যাটাগরি

চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু

রোববার সকালে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ
জানায়।

নিহত মো. সেকান্দার (৬৫) চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা।
তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।

পাঁচলাইশ থানার এসআই কাজী মাছুমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
মুরাদপুর ও বহদ্দারহাট ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

“মনে হচ্ছে উল্টো পথে যাওয়া পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে অটোরিকশার
যাত্রীরা কিছু বলতে পারেননি।

“সকাল সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন রাস্তা ফাঁকা থাকায় তেমন কোনো
প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তাই পিকআপটিও শনাক্ত করা যায়নি।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার
জানান, সেকান্দারকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।