রোববার রাতে সিঙ্গাপুর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘ফলোআপ’ চিকিৎসার জন্য গত ২৯ নভেম্বর অর্থমন্ত্রী সিঙ্গাপুরে গিয়েছিলেন; সে দেশে নেমেই প্রথমে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হয়েছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে থাকাকালীন অনলাইনে অর্থমন্ত্রী সার্বক্ষণিক নিজ দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজও করেছেন। ভার্চুয়ালি বিভিন্ন সভায়ও অংশ নেন তিনি।
গত ২৩ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরে চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বলেছিলেন অর্থমন্ত্রী।
সেদিন তিনি বলেছিলেন, “সিঙ্গাপুরে আছি আমি ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম ডাক্তার দেখাতে পারিনি। ইনফ্যাক্ট গত কয়েক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি।”
দেশে ফিরে সোমবার থেকেই অর্থমন্ত্রী নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা প্রকাশ করেছেন।