মওলানা ভাসানী হকি
স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই
আসরে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মালয়েশিয়া,
ভারত, জাপান, দক্ষিণ
কোরিয়া ও পাকিস্তান।
সোমবার থেকে মূল
প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। তার আগে হবে কোভিড-১৯ পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ
হওয়াদের নিয়ে শুরু হবে ক্যাম্প।
আগামী মাসে চীনের
বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। নিজেদের পরখ করে নিতে হারুন তাকিয়ে আছেন সেদিকেই।
“এখানে
আমরা ছাড়া বাকি পাঁচ দল কেমন সেটা জানে সবাই। ওদের বিপক্ষে জিতে সেমি-ফাইনাল বা
ফাইনাল খেলব, সেটা প্রলাপের মতোই বলা হবে। আমরা ভালো খেলার
চেষ্টা করব।”
“ফেব্রুয়ারির
মাঝামাঝি সময়ে চীনের জাতীয় দল আসতে পারে বাংলাদেশে খেলতে। ওদের সঙ্গে চারটা
প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।”