ক্যাটাগরি

তারেকের পরোয়ানার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আালমগীর
এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে।
ভুয়া, বানোয়াট, মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় জনাব তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জ
গঠন ও ওয়ারেন্ট জারি সম্পূর্ণ আইনের পরিপন্থি দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ।”

“এই হীন অপচেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনীত
অভিযোগের চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ১৩ জানুয়ারি বুধবার জেলা
ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি পালন করবে।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির
সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

শনিবার তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলায় দায়েরের ঘটনার নিন্দা
ও ক্ষোভ প্রকাশ করা হয়।

ওই বৈঠকে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনম, জমির
উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান,
আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

স্থায়ী কমিটির বৈঠকে ২০০৭ সালের ১১ জানুয়ারি ‘বাংলাদেশের সংবিধান লঙ্ঘন
ও গণতন্ত্রকে হত্যা করে’ সেনা সমর্থিত সরকার গঠনের নিন্দা জানানো হয়। এ দিনটি স্মরণে
সোমবার ভার্চুয়াল আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।

আগামী ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন যথাযোগ্য
মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয় বৈঠকে।