ক্যাটাগরি

ত্বক ও চুলের যত্নে অ্যালো ভেরা

ত্বক ও চুলের নানান সমস্যায় অ্যালো ভেরার
জেল উপকারী।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদনে ত্বক ও চুলের যত্নে অ্যালো ভেরার ব্যবহার সম্পর্কে জানানো হল।

ত্বকের সমস্যা দূর করা সোজা কথা নয়। তবে
আনন্দের কথা হল ত্বকের সব ধরনের সমস্যার সমাধান মেলে অ্যালো ভেরাতে। ব্রণ, রংয়ের সামঞ্জস্যহীনতা,
দাগ ছোপ ও মলিনভাব দূর করা সম্ভব অ্যালো ভেরা ব্যবহারের মাধ্যমে।

– ত্বকের যত্নে একটা পাত্রে অ্যালো ভেরা
জেল নিয়ে তা ত্বকে ব্যবহার করুন। জেল আঙ্গুলের সাহায্যে নিচ থেকে উপরের দিকে মাখুন।
১০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক এই জেল শুষে নেয় ও এর পুষ্টি
উপাদান ত্বকের গভীরে প্রবেশ করে যাবতীয় সমস্যা দূর করে।

– চোখের ফোলাভাব ও চারপাশের কালো দাগ
চেহারায় ক্লান্তির ছাপ ফেলে। আঙ্গুলে কয়েক ফোঁটা অ্যালো ভেরা জেল নিয়ে চোখের চারপাশে
আলতোভাবে মেখে রাখুন। ভালো ফলাফল পেতে সারা রাত অ্যালো ভেরার জেল মেখে রাখা যেতে পারে।

– ঠোঁটের সৌন্দর্য বাড়াতে ও শীতে এর যত্ন
নিতে অ্যালো ভেরা ব্যবহারে করতে পারেন। এটা ঠোঁটের শুষ্কতা কমাতে ও ঠোঁট ফাটার সমস্যা
দূর করে। তাই, প্রতিদিন ঠোঁটে সামান্য পরিমাণে অ্যালো ভেরা ব্যবহার করা যেতে পারে।

– শুষ্কতাজনিত সমস্যা দূর করতে, যেমন
কনুই ও হাঁটুতে অ্যালো ভেরা ব্যবহার করুন। ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করুন।

– চেহারার সৌন্দর্যে সুন্দর ভ্রু গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। অ্যালো ভেরার জেলে মাস্কারার ব্রাশ ডুবিয়ে তা ভ্রু’তে ব্যবহার করতে পারেন।

– জেনে খুশি হবেন যে, অ্যালো ভেরা চুলের
বৃদ্ধিতেও সহায়তা করে। চোখের পাপড়ি বড় করতে চোখের দুই পাপড়িতেই প্রতিদিন অ্যালো ভেরা
জেল ব্যবহার করা যায়।

আরও পড়ুন

হাতের শুষ্কতা দূর করার উপায়
 

ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়ার কারণ
 

শীতে অতিরিক্ত শুষ্ক ত্বকের যত্ন