ক্যাটাগরি

নাটোরে বাস পোড়ানোর অভিযোগ

জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ডে শনিবার রাত ১টার দিকে সিংড়া এলিট নামে এই বাসটি পোড়ানো হয় বলে মালিক মো. আনোয়ার হোসেন বাবু জানিয়েছেন।

নাটোর মোটর মালিক সমিতির লোকজন জানান, বাসটি স্ট্যান্ডে রেখে বাড়িতে খাবার খেতে যান চালক ও সহকারী। রাত ১টার দিকে বাসের ভেতর ধোঁয়া দেখতে পায় সিংড়া থানার টহল পুলিশ।

বাসস্ট্যান্ডের এক কিলোমিটারের মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও তারা সময়মত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সিংড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মতিউর রহমান বলেন, তাদেরকে সরাসরি খবর দেওয়া হয়নি। প্রথমে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। সেখান থেকে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনে, সেখান থেকে সিংড়া স্টেশনে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক আনোয়ার হোসেন।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।