ক্যাটাগরি

পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ধর্ষণচেষ্টা মামলায়

উপজেলার
ধাপেরহাট এলাকার হৃদয় খান ওরফে তাহারুল নামে এক দোকান কর্মচারী সংবাদ সম্মেলন এই
অভিযোগ করেছেন।

রোববার
বিকালে সাদুল্লাপুর প্রেসক্লাব মিলনায়তনে তাহারুল লিখিত বক্তব্যে বলেন, “উপজেলার গোবিন্দপুর
গ্রামের এক ব্যক্তি আমাকে জমির বিরোধের জেরে ফাঁসানোর চেষ্টা করছেন। এর আগে দোকানে
ইয়াবা রেখে পুলিশকে খবর দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হন ওই ব্যক্তি।

“গত
৭ নভেম্বর ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে আদালতে একটি মামলা করা
হয়। আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। ধাপেরহাট পুলিশ
তদন্তকেন্দ্রের এসআই মো. শহিদুল ইসলাম তদন্তের দায়িত্ব পান। এসআই আমার কাছ থেকে ২৫
হাজার টাকা ঘুষ নেন। এরপর আরও টাকা দাবি করেন তিনি। দিতে না পারায় গত ১ জানুয়ারি
আদালতে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই শহিদুল।”

তার
পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা ও সাজানো মামলায়
তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে তার অভিযোগ। তিনি এই মামলার অধিকতর তদন্তের দাবিসহ
ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

অভিযোগ
বিষয়ে এসআই শহিদুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি।

সংবাদ
সম্মেলনে ধাপেরহাট বণিক সমিতির সভাপতি নূর মোহাম্মদ মিলন, তাহারুলের বাবা আবদুল
আজিজ, মা মোসাম্মৎ হাসিনা বেগম উপস্থিত ছিলেন।