এধাপের ৬৩ পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ হাজার
৩৪৪ জন।
৩০
জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সোমবার
প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নামবেন প্রার্থীরা।
ইসির
জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, প্রত্যাহারের পরে চূড়ান্ত লড়াইয়ে
রয়েছেন তিনটি পদে মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত
কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৩৬০ জন।
ইসির
জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম
ও বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছেন।
এর
আগে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায়
মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
করোনাভাইরাস
মহামারির মধ্যে এবার চার ধাপে পৌরসভা নির্বাচন হচ্ছে।
প্রথম
ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬২ পৌরসভায়
ভোট হবে। চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি।