ক্যাটাগরি

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে ফাহিম-সেপ্পো আলোচনা

শনিবার মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে এক বৈঠকে একথা বলেন সেপ্পো।

বৈঠকে কোভিড-১৯ মহামারী সৃষ্ট চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা নিয়েও আলোচনা হয়।

রোববার এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করলে শিল্প ও রপ্তানির বৈচিত্র্য, পণ্যের আন্তর্জাতিক মান অর্জনের বিষয়ে এফবিসিসিআইএর একটি প্রতিনিধি দলকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে জাতিসংঘের একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইটিসি। ওই কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এসেছিলেন মিয়া সেপ্পো। বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

“ভবিষ্যতে কিভাবে জাতিসংঘের সিস্টেমের সঙ্গে জেলা উপজেলা পর্যায়ের কৃষি, ম্যানুফ্যাকচারিং সার্ভিস, টেকনলোজিসহ বেসরকারি খাতকে সংযুক্ত করা যায়, গ্লোবাল ভ্যালু চেইনের অংশ করা যায়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। গ্রাজুয়েশনের পরে অন্তর্বর্তীকালীন যে পাঁচ বছর সময় পাওয়া যাবে সেই সময়ে প্রস্তুতিমূলক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

মিয়া সেপ্পো বলেন, জাতিসংঘ একটি মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা দিতে সব পক্ষের সঙ্গে  আলোচনা করছে।

বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর্যায়ে রয়েছে। সব পূর্ভাবাস ঠিক থাকলে ২০২৪ সালে বাংলাদেশকে নিম্নআয়ের দেশ থেকে উত্তরণ করে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হবে।

এমএসএমই থেকে শুরু করে বৃহত্তম শিল্পে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক ইকোসিস্টেমকে বিবেচনায় নিয়ে; এলডিসি গ্র্যাজুয়েশন শেষে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে, এসডিজি অর্জন করতে এবং বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় খাতগুলোতে প্রযুক্তিগত সহায়তার জন্য এফবিসিসিআই ইউএন সিস্টেমকে অনুরোধ করেছে বলে জানান তিনি।