ক্যাটাগরি

ভার্চুয়াল ‘মানব’ বক্তা দেখাবে এলজি’র প্রযুক্তি

এলজি বলেছে, ‘রিয়া কিম’ নামের একটি কৃত্রিম মানব সোমবার অল-ডিজিটাল সিইএস ২০২১-এর প্রেস ইভেন্টে তিন মিনিটের একটি উপস্থাপনা দেবে।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ২৩ বছর বয়সী নারী সুরকারের আদলে ভার্চুয়াল মানবটি বানিয়েছে এলজি। ইতোমধ্যেই এই ভার্চুয়াল মানবের ইনস্টাগ্রাম পাতায় পাঁচ হাজারের বেশি অনুসারি রয়েছে।

দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘রিয়া’ নামের মধ্যে “ভবিষ্যতের এক শিশু” এমন অর্থ রয়েছে।

দক্ষিণ কোরীয় স্থানীয় সংবাদমাধ্যম ইওনাপ প্রতিবেদনে জানিয়েছে, প্রদর্শনীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে না রিয়া কিম।

গত বছর সিইএস-এ নিয়ন নামে মানুষের মতো একটি এআই চ্যাটবট দেখিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলো স্যামসাং টেকনোলজি এবং অ্যাডভান্সড রিসার্চ ল্যাবস।

সে সময় স্যামসাং বলেছিলো, “নিওন আমাদের বন্ধু, সহযোগী এবং সঙ্গী হবে, কথপোকথন থেকে শিখতে থাকবে এবং নিজের স্মৃতি গড়তে থাকবে।”

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল চরিত্র নতুন কিছু নয়।

২০১৮ সালে সংবাদ উপস্থাপক কিউ হাওয়ের ডিজিটাল সংস্করণ দেখিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া। সংবাদ শিরোনাম পড়তে পারে শিন শিয়াওহাও নামের ওই ভার্চুয়াল উপস্থাপক।