ক্যাটাগরি

কর্ণফুলীতে ভেসে এল হাত-পা বাঁধা নারীর লাশ

সোমবার বিকালের দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত থেকে আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বয়েসী ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ
জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ তীরে ভেসে আসা লাশটি পাথরের ব্লকে আটকে ছিল। সদরঘাট নৌপুলিশ থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেটি উদ্ধার করে।

“সালোয়ার কামিজ পরা ওই নারীর হাত কাপড় ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল। কয়েকদিন আগে হত্যা করে তাকে নদীতে ফেলে দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে
মনে হয়েছে।”

লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
জানিয়ে ওসি দুলাল মাহমুদ বলেন, “প্রতিবেদন পাওয়ার পর
মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় নৌ পুলিশের পক্ষ থেকে কর্ণফুলী থানায় একটি মামলা করা
হচ্ছে। পাশাপাশি ওই নারীর পরিচয় জানার
চেষ্টা চলছে বলে জানান ওসি।