ক্যাটাগরি

কুড়িগ্রামে দুঃস্থদের মধ্যে আইইউবির শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স
বিভাগ এবং দ্য ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড (ডিইএ-আইইউবি) এর সহযোগিতায় এই কার্যক্রম
চালানো হয়।  

এর অংশ হিসেবে গত ২৬ থেকে ৩০ ডিসেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার চারটি
ইউনিয়নে ৭০০ পরিবারের মধ্যে কম্বল, শাল, টুপি, সোয়েটার এবং পেট্রোলিয়াম জেলি বিতরণ
করা হয়।

কাশেম গ্রুপের মানবিক কার্যক্রম পরিচলানাকারী সংস্থা কাশেম ফাউন্ডেশন এ
ত্রাণ বিতরণে সহায়তা করে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক; রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস; আইইউবি’র ট্রাস্টি
বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী; ট্রাস্টি রাশেদ চৌধুরী এবং উলিপুর উপজেলা মেয়র তারিক
আবুল আলা চৌধুরী এই কার্যক্রমে কম্বল এবং আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেন।