ক্যাটাগরি

কুয়েতে সবজি চাহিদা মেটাতে বাংলাদেশিদের ভূমিকা

মধ্যপ্রাচ্যের তেল সম্পদে সমৃদ্ধ একটি দেশ কুয়েত। দেশটিতে প্রায় তিন লাখ বাংলাদেশি রয়েছেন যাদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী এদেশের মাজারা বা কৃষি-কাজের সঙ্গে জড়িত।

দেশটিতে কৃষি অঞ্চল বলে খ্যাত দুটি এলাকা, দেশটির এক প্রান্তে ওয়াফরা ও অন্য প্রান্তে আব্দালি এলাকা। আর এ দুটি এলাকায় এসব প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা কুয়েতের সিংহভাগ সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

কুয়েতের উত্তর সীমান্তের নিকটবর্তী ইরাকের বাসরা এর ৮০ নম্বর রোডের পূর্বদিকে অবস্থিত কৃষি খামারের একটি বৃহৎ অঞ্চলের নাম আব্দালি। ওই এলাকায় কৃষিসহ অন্যান্য কাজ করে বর্তমানে বেশ স্বাবলম্বী সিলেটের ছমির মিয়া ও সুলেমান আহমেদ।

তারা জানান, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার বাংলাদেশি বর্তমানে কৃষিকাজে নিয়োজিত। তারা মনের আনন্দে চাষাবাদ করছেন মাসকলাই, ফুলকপি, বাধাঁকপি, পালং শাক ও লাল শাকসহ বিভিন্ন সবজি ও আবাদি ফসল।

প্রচণ্ড গরমের দেশ কুয়েত, ৫০ থেকে ৬০ ডিগ্রি তাপমাত্রার এ দেশে শীতকালীন সবজি চাষ করে চলেছেন তারা। শীত মৌসুমে শীতকালীন সবজি সহজেই চাষ সম্ভব হলেও গরমের সময় বিশেষ পদ্ধতিতে সবজি চাষ করতে হয় বলে জানান ছমির মিয়া ও সুলেমান আহমেদ।

অনেক কষ্ট করে সবজি উৎপাদনে ন্যায্য পারিশ্রমিকও পাচ্ছেন বলে তারা জানান। আগে নানা সমস্যা থাকলেও এখন খুব একটা সমস্যা নেই। তবে তাদের প্রতি বাংলাদেশ দূতাবাস সুদৃষ্টি রাখবে এটাই তারা প্রত্যাশা করছেন।

আব্দালি অঞ্চলে কারো কষ্টের নেই শেষ, আবার কারো জন্য বিরামহীন আনন্দ, ভোগ-বিলাসের ঠিকানা। দেশটির শহুরে উন্নত পরিবেশে যেসব প্রবাসী বাংলাদেশির জীবনযাপন, তারা একটু অবসর পেলেই ছুটে আসেন ১৫০ থেকে ২০০ কিলোমিটার দূরে মরুর বুকে এ লাল-সবুজের অঞ্চলে।

অন্যদিকে স্থানীয় নাগরিকরাও শহরের শ্বাসরুদ্ধকর পরিবেশে প্রায় অতিষ্ঠ হয়ে শান্তির নিঃশ্বাস ফেলতে প্রতি সপ্তাহে ছুটির দিনগুলো কৃষি অঞ্চলে কাটিয়ে ফের ব্যস্ত নগরীতে ফিরে যান।

 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!