ক্যাটাগরি

ট্রাকের সঙ্গে স্পোর্টস কারের ধাক্কা, বেঁচে গেলেন মালিক

লাহোরে রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। পিএসএলের ড্রাফট থেকে বেরিয়ে মালিক হোটেলে ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় তার স্পোর্টস কার। মুহূর্তেই দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মালিককে নিয়ে শঙ্কাও জাগে তখন। তবে দ্রুতই জানা যায়, তার কিছু হয়নি। পরে টুইটারে মালিক নিজেও নিশ্চিত করেন তা।

“ আমি পুরোপুরি ভালো আছি। দুর্ঘটনাটি স্রেফ হয়ে গেছে, স্রষ্টা দারুণ কল্যাণময়। যারা খোঁজখবর নিয়েছেন, সবাকেই ধন্যবাদ। এত এত ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা।”

পাকিস্তানের সামা টিভির খবর, ওয়াহাব রিয়াজের গাড়ীকে পেছনে ফেলতে গিয়েই এই দূর্ঘটনা্। মালিক সেসময় গাড়ীতেই ছিলেন বলে জানান প্রতক্ষদর্শী অনেকে। মালিকের গাড়ি ট্রাকে ধাক্কা দেওয়ার সময় ট্রাকটি দাঁড়িয়েছিল, তাই আরও বড় দুর্ঘটনা ঘটেনি বলে মনে করা হচ্ছে। গাড়ির সামনের অংশ বিধ্বস্ত হলেও চালকের আসনের দিকে তেমন কিছু হয়নি। তাই মালিক অক্ষত থেকে যান।