ক্যাটাগরি

ভিত্তি যাদের নেই, তারাই করে নালিশ: রেজাউল

সোমবার নগরীর চান্দগাঁও এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, “ভোটারদের কাছে যাদের ভিত্তি নেই তারাই সারাক্ষণ অভিযোগ-নালিশ করে। জনকল্যাণে কাজ করতে হলে জনগণের কাছে যেতে হবে। ভোটাররাই আমাদের শক্তি। অজুহাত, নালিশ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপরাজনীতি করে জনকল্যাণ হয় না।”

মেয়র পদে নৌকার প্রার্থী
বলেন, “হত্যা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে যে দলের জন্ম, তারা মানুষকে কী দিতে পারে তা বাংলাদেশ দেখেছে। তারা পারে কেবল ধোঁকা দিতে। তারা এতিমের নামে সাইনবোর্ড লাগাতে পারে, এতিমের ঘরবাড়ি না করে সেই টাকা নিয়ে যায় নিজেদের কাজে।”

ভোটারদের উদ্দেশে রেজাউল বলেন, “আওয়ামী লীগ গণমানুষের দল। গণমানুষের কল্যাণই আওয়ামী লীগের রাজনীতি। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের দোয়া নিতে। বঙ্গবন্ধু কন্যা আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিতে চান।

“তাই নৌকা মার্কায় ভোট চাইতে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের সন্তান, বীর চট্টলার সন্তান। বীর চট্টলার মাটির ঋণ আমি চট্টগ্রামের মানুষের সেবা করে এবং চট্টগ্রামকে অধিকতর সমৃদ্ধ করার মধ্য দিয়ে শোধ করতে চাই।”

সোমবার নগরীর মোহরা, চান্দগাঁও এবং পূর্ব ষোল শহর ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল।

মেয়র নির্বাচিত হলে সব শ্রেণি পেশার প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সমম্বিত পরিকল্পনায় চান্দগাঁও-মোহরাসহ পুরো চট্টগ্রাম নগরীকে নান্দনিক রূপে সাজাতে চান বলে জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর কারণে
বিলম্বিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি।  

নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কাউন্সিলর প্রার্থী জোবাইরা নার্গিস খান, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ও খালেদ হাসান খান মাসুক,কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন মামুন গণসংযোগে রেজাউলের সাথে ছিলেন।