সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার
ওসি এস এম আবু ফরহাদ।
নিহতরা হলেন সুবিদবাজার বনকলাপাড়ার বাসিন্দা সজিব আহমদ ও লুৎফুর রহমান।
ওসি জানান, সুবিদবাজার ফাজিলচিশত পয়েন্টে কোম্পানীগঞ্জ
থেকে আসা পাথর বোঝাই দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজিব
ও লুৎফুর মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এই সময় গাড়ি ভাংচুর ও দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেন তারা। পরে ফায়ার সার্ভিসের
কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।