ক্যাটাগরি

আশুলিয়ায় যুবককে ‘শ্বসরোধে হত্যা’

শুক্রবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার আইনাল মার্কেটের কাছে এই মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহিন উদ্দিন (২৬) পাবনার বেড়া উপজেলার চর নাগদাহ গ্রামের হারুন বেপারীর ছেলে; তিনি রিকশা চালক বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার এসআই কাজী নাসের বলেন, শাখা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

“প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।”

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।