ঢাকা-খুলনা মহাসড়কে সীমানা
নামকরণ এলাকায় শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বরিশালের উজিরপুর
উপজেলার বাবুরখানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫) ও পূর্বদামুড়া
গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।
আহতদের ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে
শিবচর হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ বলেন, বরিশাল থেকে ঢাকাগামী একটি
রোগীবাহী অ্যাম্বুলেন্স দুপুর ১টার দিকে সীমানা নামকরণ এলাকায় এক পথচারীকে বাঁচাতে
গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে দুমড়েমুচড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম ও মেহেদী হাসান মারা যান।”
ওসি জানান, তাৎক্ষণিকভাবে
স্থানীয়দের সহযোগিতায় শিবচর হাইওয়ে পুলিশ আহত তিন জনকে উদ্ধার করে পাচ্চর রয়েল
হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফরিদপুর
মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি সোহরাব আহমেদ
আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা
পুলিশের জিম্মায় রাখা হয়েছে।