এক বিবৃতিতে শুক্রবার কোচের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানায় লা লিগার দলটি।
ফলে লিগে শনিবার স্বাগতিক আলাভেসের বিপক্ষে ম্যাচে ফরাসি কোচকে ডাগআউটে পাচ্ছে না গতবারের চ্যাম্পিয়নরা।
চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে ছিলেন জিদান। এজন্য একটি অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন তিনি।
লিগে শেষ তিন ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি। স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে তারা হেরে যায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। সবশেষ গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে কোপো দেল রের শেষ বত্রিশ থেকে বিদায় নেয় রিয়াল। দলের এমন ছন্নছাড়া অবস্থায় বেশ চাপে আছেন জিদান।
মৌসুমের শুরুর দিকে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন দলটির ফরোয়ার্ড এদেন আজার, মিডফিল্ডার কাসেমিরো ও ডিফেন্ডার এদের মিলিতাও।