ক্যাটাগরি

খুলনায় বাসচাপায় কলেজছাত্র নিহত

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের
বালিয়াখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ খান
(২৪) ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের জাকির খানের ছেলে এবং ডুমুরিয়া
কলেজের স্নাতকের ছাত্র ছিলেন।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মোশাররফ হোসেন জানান, মোটরসাইকেল
চালিয়ে ডুমুরিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন
জাহিদ। পথে সাতক্ষীরাগামী
একটি পিকনিকের বাস মোটরসাইকটিকে চাপা দিলে গুরুতর
আহত হন জাহিদ।

“পরে ডুমুরিয়া
ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা জাহিদকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত
ঘোষণা করেন।“

ডুমুরিয়া থানার এসআই এমদাদ হোসেন বলেন, বাসটি মোটর সাইকেলকে
চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের
একটি খাদের দিকে ঝুঁকে পড়ে। পরে বাস ও
মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহযোগী
পালিয়ে গেছে।

জাহিদের লাশ তার পারিবারের
কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এমদাদ।