ক্যাটাগরি

গাজীপুরে অটোরিকশা-বাইক সংঘর্ষে পুলিশ নিহত

নিহত রুবেল হোসেন (৩০) উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে ছিলেন তিনি।

উপজেলার বাঁশতলী-কালিয়াকৈর সড়কে শুক্রবার দুপুরে তিনি মারা যান বলে কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন জানান।

তিনি বলেন, সম্প্রতি রুবেল ছুটিতে বাড়ি আসেন। বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কালিয়াকৈর বাজারে যাচ্ছিলেন। পথে একটি অটোরিশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।