ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচেই ভালো করেছেন বাংলাদেশের বোলাররা। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ১২২ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দেখায় তাদেরকে ১৪৮ রানে আটকে দেন সাকিব-মিরাজরা। কোনো সিরিজে প্রথমবারের মতো টানা দুই ওয়ানডেতে প্রতিপক্ষকে দেড়শ রানের নিচে থামাল বাংলাদেশ।
দুই ম্যাচেই জয়ের ভিত গড়ে দেওয়া বোলারদের অনেকেরই বিকল্প বাইরে অপেক্ষায়। মিরাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেহেদি হাসান ও আফিফ হোসেন। দ্বিতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন তাইজুল ইসলামও।
সব মিলিয়ে দল যেভাবে খেলছে, বাইরে থাকা খেলোয়াড়রা যেভাবে নিজেদের তৈরি রাখছেন তাতে ভীষণ খুশি তামিম। মিরপুরে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার পর অধিনায়ক জানালেন, খেলোয়াড়দের নিবেদনে মুগ্ধ তিনি।
“দলের সবাই ভালো করতে চায়। একাদশে জায়গা পেতে লড়ছে ছেলেরা। তাসকিন, সাইফের মতো ছেলেরা যারা অনেক ওয়ানডে খেলেছে, তারা সুযোগ পায়নি। ড্রেসিং রুমে তাই ভালো প্রতিযোগিতা চলছে, যেটা দলের জন্য দারুণ। অনুশীলনে ছেলেরা ভীষণ খাটছে। কোনো অভিযোগ নেই আমার।”
টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে কি আসছে পরিবর্তন? এসব হিসাব আগের মতো সহজ নয়। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় পরের ম্যাচ স্রেফ নিয়মরক্ষার ম্যাচ নয়। জিতলে সেখানেও স্বাগতিকরা পাবে ১০ পয়েন্ট। একাদশ বিবেচনায় পয়েন্টের এই ব্যাপারটা থাকবে।
“সুযোগ সবারই প্রাপ্য, তবে সবাইকে খেলানো তো সম্ভব নয়। যারা সুযোগ পায়নি, তাদেরও সামর্থ্য আছে দারুণ কিছু করার। তৃতীয় ম্যাচে কিছু পরিবর্তন নিশ্চিতভাবেই হবে। যারা আসবে, আমি নিশ্চিত, তারাও ভালো করবে।”
নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ জিতলেন তামিম। পেলেন প্রথম ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে পার হলেন হাজার রানের মাইলফলক। অনেক প্রাপ্তির ম্যাচে নিজের ব্যাটিং নিয়েও খুশি তামিম।
“উইকেটে কিছুটা সময় কাটাতে পারা ছিল দারুণ। ভালো লাগছে।”