শুক্রবার বিকালে উপজেলার খোট্টাপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত আইনুল হক (৩৫) খোট্টাপাড়া কয়েন্দা গ্রামের প্রয়াত ওজর আলীর ছেলে।
গ্রামবাসীর বরাত দিয়ে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, খোট্টাপাড়া
মোড়ে বিকাল ৫টার দিকে নিজের মালিকানাধীন সরিষা ভাঙ্গা মিল চালু করেন আইনুল হক।
“এক পর্যায়ে চলন্ত মিলের ফিতা ডিঙ্গিয়ে অপর প্রান্তে যাওয়ার সময় ফিতায় লুঙ্গি
আটকে যায়। সঙ্গে সঙ্গে তার দুই হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও থানায় কোনো মামলা দায়ের
হয়নি।