পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান খলিলুর রহমান জানান, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহাদাত নগর এলাকার আলম মোল্লার মালিকানাধীন বরফ মিলে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ওরফে সম্রাট (৪৫) পিরোজপুর জেলার পাড়েরহাটের বাদুড়া গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি ওই বরফ কলের মিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী রাকিব কাজি নামের এক সংবাদকর্মী জানান, আলম মোল্লার মালিকানাধীন বরফ মিলে হঠাৎ একটি বিকট শব্দ হয়। এরপর সেখান থেকে গ্যাস ছড়িয়ে পড়লে লোকজন আর কাছে যেতে পারেনি।
ফায়ারম্যান খলিলুর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়েূ স্থানীয়দের সহায়তায় সম্রাটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
“পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে সিলিন্ডার বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত দল গঠনের প্রক্রিয়া চলছে বলে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান।