ক্যাটাগরি

মাশরাফিকে ছাড়িয়ে, মাশরাফির পাশে মুশফিক

বুধবারের ম্যাচটি ছিল মুশফিকের ২১৯তম ওয়ানডে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড তিনি নিজের করে নেন সেদিন। ২১৮ ওয়ানডে খেলে আগের রেকর্ড ছিল এই সিরিজেই দলে জায়গা হারানো মাশরাফির।

তবে বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেললেও মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ২২০টি। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে। শুক্রবারের ম্যাচ দিয়ে ২২০ ম্যাচ হয়ে যাচ্ছে মুশফিকেরও। কোনো বাংলাদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন যৌথভাবে মাশরাফি ও মুশফিকের। পরের ম্যাচ খেললেই রেকর্ডটি এককভাবে হয়ে যাবে মুশফিকের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচটি তামিম ইকবালের ২০৯তম ওয়ানডে, সাকিবের ২০৮তম ওয়ানডে। দুজনই ক্যারিয়ারের সব ওয়ানডে খেলেছেন বাংলাদেশের হয়ে।

দুইশর বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের এই চারজনেরই।