ক্যাটাগরি

স্বামী-স্ত্রীকে চাপা: রিমান্ড শেষে কারাগারে বাসচালক তসিকুল

এক
দিনের রিমান্ড শেষে শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান
হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ঢাকার
মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার
তসিকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

১৮
জানুয়ারি সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসের
চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু
(২৫)। ওই দিন মিতুর বাবা মানিক মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

ঘটনার
দিন রাতেই গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তসিকুলকে আটক করে সিআইডি।