প্রিমিয়ার লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জিতেছে পুলিশ। আগের দুই ম্যাচে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল পাকির আলির দল।
এ নিয়ে টানা দুই ম্যাচ হারল উত্তর বারিধারা; বসুন্ধরা কিংসের কাছে হেরে ২০২০-২১ মৌসুমের লিগে পথচলা শুরু করেছিল তারা।
দ্বাদশ মিনিটে বাল্লো ফামুসার শট ফিরিয়ে উত্তর বারিধারার ত্রাতা গোলরক্ষক মামুন আলিফ। ২৩তম মিনিটে পুলিশের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়। বাঁ দিক থেকে ইসা ফয়সালের ক্রসে পা ছোঁয়াতে পারেননি মোহাম্মদ স্বাধীন। ফয়সালকে আটকাতে আলিফ বেরিয়ে যাওয়ায় পোস্ট ছিল ফাঁকা।
৬৫তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে ডি-বক্সের ভেতর পুলিশ এফসির এমএস বাবলুর হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। একটু পর দলটির কোত দি ভয়ার ফরোয়ার্ড ল্যানসিন তোরের হেড পোস্টের বাইরে যায়।
৮১তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় পুলিশ এফসি। ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফ্রেডেরিক পোডার ডাইভিং হেডে পরাস্ত গোলরক্ষক আলিফ।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংস।
দিনের অন্য ম্যাচে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জুয়েল রানার গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে আবাহনী।
টানা তিন জয়ে ৯ করে পয়েন্ট বসুন্ধরা ও আবাহনীর।