নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার পথে শনিবার বিকালে হোটেল সুপারের উপরে হানিফ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে বলে ওয়ারী থানার এসআই কমল বড়াল জানান।
এরা হলেন- মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন (৩৭) ও মফিজুল। আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সের স্বামী, আর মফিজুল হানিফ ফ্লাইওভারে কাজ করত।
এসআই কমল বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতলব থেকে ঢাকা চলাচলকারী জৈনপুর পরিবহনের বাসের চাপায় এঘটনা ঘটে। বাসটি ‘ব্রেক ফেইল’ করেছিল বলে চালকের সহকারী জানিয়েছে।
“ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে।”
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদেরকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।