ক্যাটাগরি

জুয়েলের গোলে টানা তৃতীয় জয় আবাহনীর

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে জিতেছে আবাহনী। আগের দুই ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল তারা।

এ নিয়ে টানা দুই ম্যাচ হারল রহমতগঞ্জ। সাইফ স্পোর্টিংকে ড্রয়ে রুখে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছিল সৈয়দ গোলাম জিলানীর দল।

২৩তম মিনিটে মামুনুলের ফ্রি-কিকে কেরভেন্স ফিলস বেলফোর্টের ব্যাক হেড বিপদমুক্ত করেন রহমতগঞ্জের ক্রিস্ট রেমি। তবে বল তার হাতে লাগলে পেনাল্টির আবেদন করেছিল আবাহনী। সাড়া মেলেনি রেফারির। মামুনুলের কর্নারে নাসির উদ্দিন চৌধুরির হেড পোস্টের বাইরে যায়।

পাঁচ মিনিট পর মামুনুলের কর্নারে ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহোর হেড লক্ষ্যে থাকেনি। পাঁচ মিনিট পর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট লাফিয়ে ওঠা গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের গ্লাভস ছুঁয়ে ক্রসবারের ‍উপর দিয়ে যায়।

রহমতগঞ্জের ভালো সুযোগটি নষ্ট হয় ৩৯তম মিনিটে। ডি-বক্সের একটু ওপর দিয়ে তাজিকিস্তানের ডিফেন্ডার দিলসদ ভাসিয়েভের ফ্রি কিক রক্ষণ দেয়ালের ফাঁক গলে বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। প্রথমার্ধের যোগ করা সময়ে আবাহনীর ওয়ালী ফয়সালের ক্রসে ফিলহোর হেড জমে যায় গোলরক্ষকের গ্লাভসে।

৭০তম মিনিটে রহমতগঞ্জের সুহেল মিয়ার শট আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানির গায়ে লেগে দিক বদলে বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে।

২০১৭-১৮ মৌসুমের লিগ চ্যাম্পিয়নদের গোলের অপেক্ষা ফুরায় ৭৯তম মিনিটে। রায়হান হাসানের লম্বা থ্রো ইনে বেলফোর্ট ব্যাক হেড করার পর ডি-বক্সের ভেতর থেকে বদলি নামা জুয়েল হেডেই জাল খুঁজে নেন। চলতি লিগে এটা তার প্রথম গোল।

অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। আবাহনীর মতো টানা তিন জয়ে ৯ পয়েন্ট অস্কার ব্রুসনের দলেরও।