ক্যাটাগরি

রাশিয়ায় নাভালনির সমর্থকদের বিক্ষোভ, গ্রেপ্তার

বিবিসি জানায়, শনিবার বিক্ষোভের সময় নাভালনির কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী এবং তার এক আইনজীবীসহ বেশ কয়েকজন সমর্থককে পুলিশ ধরে নিয়ে গেছে।

পূর্বের খাবারোভক্স অঞ্চলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ বার বার জনগণকে ঘরে থাকার বিষয়ে সতর্ক করলেও তা উপেক্ষা করে প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের মধ্যে লোকজন সড়কে বিক্ষোভ করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভলনিকে গত বছর অগাস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি।

জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেন এবং গত রোববার দেশে ফিরে যান।

রাশিয়ায় ফেরার পর বিমানবন্দরেই গ্রেপ্তার হন নাভালনি। অর্থ আত্মসাৎ মামলায় স্থগিত দণ্ডের প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে পরদিন সোমবার মস্কোর একটি আদালত তার ৩০ দিনের রিমান্ড মঞ্জুর করে।

তারপরই সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি।

নাভালনির সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে রাশিয়ার ৬০টির বেশি নগরীতে র‌্যালির আয়োজন করেছে।

সমর্থকদের অভিযোগ, নাভালনির মুখ বন্ধ করতেই ওই মামলা করা হয়েছে।