কলকাতার তরুণ পরিচালক সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘ওসিডি’। আর সেই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ছবিতে আরও আছেন কৌশিক সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের, অনসুয়া মজুমদারের মতো শিল্পীরা। ফেব্রুয়ারিতেই শুরু হবে ছবির কাজ। একজন ব্যক্তির ‘ওসিডি’ বা ‘অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার’ আছে কি নেই, তাই নিয়েই গল্প।
সৌকর্য পরিচালিত ‘রেইনবো জেলি’, ‘রক্ত রহস্য’ ছবিগুলো দর্শক হৃদয়ে ভালোই সাড়া ফেলেছিল। প্রতিটা ছবির গল্পের বিষয়বস্তু ছিল ভিন্ন। আর বাঙালি ভূতের গল্প ‘ভূত পুরী’ এখনও মুক্তি পায়নি।
‘ওসিডি’ ছবিটিও যে অন্যরকম স্বাদ দেবে তাতে সন্দেহ নেই।
তবে গুঞ্জন রটেছিল যে, জয়া আহসান ছবিটি প্রযোজনা করতে পারেন।
সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সৌকর্য জানান, তিনি ও তার স্ত্রী পূজা’র সংস্থা ‘ইন্ডিজেনাস ফিল্মস’ থেকেই ছবিটি প্রযোজনা করা হবে।