নিহত শাহজাদা খন্দকার মনা (৫০) আশুলিয়ার ডেন্ডাবর
নতুনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া জানান,
শুক্রবার রাতে মামলার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠিয়েছে।
মামলা করেছেন নিহত মনার ভাই শাহাবুদ্দিন খন্দকার
পিন্টু।
মামলার এজাহারে বলা হয়েছে, নতুনপাড়া এলাকায় একটি ক্লাব
তৈরি করে মাদক সেবনসহ বিভিন্ন অন্যায় কাজ করা হত। বৃহস্পতিবার মনাসহ আশপাশের
বাসিন্দারা বাধা দিতে গেলে মনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে হাসপাতালে
ভর্তি করা হলে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মামলায় আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস
আহমেদ টিটুসহ (৩০) ১৯ জনকে আসামি করা হয়েছে।
পরিদর্শক জিয়া বলেন, মামলায় ১২ জনের নাম উল্লেখ করার
পাশাপাশি অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার
করে শনিবার আদালতে পাঠিয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।