ক্যাটাগরি

হাই কোর্ট এলাকা থেকে একজনের রক্তাক্ত লাশ উদ্ধার

আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবদুর রহমান নামের একজন ভ্যানচালক কদম ফোয়ারার সামনে থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরনে জিন্স প্যান্ট, কালো টি-শার্ট এবং কালো স্যুয়েটার ছিল বলে জানান তিনি।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তার প্যান্টের পকেটে নগদ ১৬ হাজার টাকা পাওয়া গেছে। তার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি।

“ঘটনাটি ছিনতাইয়ের বলে মনে হচ্ছে না। পূর্ব শত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘট্নায় শাহবাগ থানায় মামলা করা হবে বলে জানান তিনি।