সোমবার বিকালে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার
একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।
নিহত হামিদুল ইসলাম (৩৬) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের
পুনতাইড় শিংজানী গ্রামের প্রয়াত মজিবর রহমানের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোভ্যান
চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন পরিবারের
বরাত দিয়ে বলেন, রোববার রাত ৮টার দিকে ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ে হামিদুল ইসলাম বাড়ি
থেকে বের হন।
“তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা বার বার তার
মোবাইলে ফোন করে ফোনটি বন্ধ পান। অনেক খোজাখুঁজিও করেছেন; সন্ধান পাননি।”
তিনি আরও জানান, সোমবার বিকাল ৩টার দিকে মিয়াপাড়ার একটি
পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, নিহতের কপালে
আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের ভ্যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটির সন্ধান পায়নি।
তিনি বলেন, দুস্কৃতিকারীরা ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের
উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।