সোমবার দুপুরে
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি
নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি।
আহমদ হোসেন বলেন,
‘‘বিএনপি ষড়যন্ত্রের পার্টি। তারা ঘুম থেকে উঠে ষড়যন্ত্র দেখে। তারা চট্টগ্রাম সিটি
করপোরেশণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। বিএনপিও বলছে জনগণ উন্মুখ হয়ে
আছে ভোট দেয়ার জন্য। আমরাও ভোট ক্রেডিবল ও ফেয়ার চাই। বিএনপি চক্রান্ত করবে এবং জনগণ
ভোটকেন্দ্রে গিয়ে তাদের ষড়যন্ত্র ভ-ুল করে দেবে।’’
আওয়ামী লীগ জনগণের
ক্ষমতায় বিশ্বাস করে উল্লেখ কওে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক
আহমদ হোসেন বলেন, ‘‘জনগণই ক্ষমতার উৎস, বন্দুকের নল নয়। বিএনপির ক্ষমতা হচ্ছে বন্দুকের
নল। আওয়ামী লীগ জনগণের পার্টি। আমাদের প্রার্থী ঘরে ঘরে ঘুরছেন এবং ভোটের জন্য কাজ
করছেন।’’
তিনি মেয়র পদে
আওয়মী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জন্য চট্টগ্রামবাসীর কাছে ভোট প্রার্থনা
করে বলেন, পুরো দেশ এখন চট্টগ্রামের দিকে তাকিয়ে। বাণিজ্যিক নগরী ও রাজনৈতিক ইতিহাস
হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অনেক বেশি। দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা হিসেবে রেজাউল করিম
চৌধুরীকে জয়যুক্ত করবেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
ম্যান্ডেট দেবেন বলে তিনি প্রত্যাশা করেন।
আহমদ হোসেন বলেন,
জিয়াউর রহমান দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে গেছিল। তার স্ত্রী খালেদা জিয়া রাজাকারদেও
ক্ষমতায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বাংলাদেশে
ফিরিয়ে এনেছেন। সেকারণে নৌকার প্রার্থীর জন্য ম্যান্ডেট চাই এবং চট্টগ্রামবাসী শেখ
হাসিনার সাথে আছেন বলে মনে করি।
সিটি করপোরেশন
নির্বাচনে আওয়ামী লীগের এই কেন্দ্রীয়নেতা সাংবাদিকদেরও সহায়তা চান উল্লেখ কওে বলেন,
কলম দিয়ে প্রগতির পক্ষে সহযোগিতা করবেন।
সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে আহমদ হোসেন বলেন, আমাদের প্রার্থীর কোন নিরাপত্তাহীনতা নেই। আমাদের
নিরাপত্তা নিশ্চিত করবে জনগণ। বিএনপি উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের জনসম্পৃক্ততা নেই
তাদের নিরাপত্তা দরকার।
সভায় উপস্থিত
আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, চট্টগ্রামের আওয়ামী লীগ
অনেক শক্তিশালী, জনগণ সাথে আছে। আমাদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা। উনার কোন প্রটেকশনের
দরকার নেই। যারা জনগণকে ভয় পায় তারাই সিকিউরিটি খোঁজে।# বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি